Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

ক) অভ্যন্তরীণ সংগ্রহের আওতায় সরকার নির্ধারিত বরাদ্দ ও মূল্যে ৩০ (ত্রিশ) জন লাইসেন্স প্রাপ্ত ডিলারগণের নিকট হইতে চাউল এবং কৃষকের নিকট হইতে ধান ও গম সংগ্রহ করা হয়।

খ) সরকারী সিদ্ধান্তের আলোকে দরিদ্র জনগোষ্টির কষ্ট লাঘবের জন্য সরকার নির্ধারিত বরাদ্দ ও মূল্যে ডিলারগণের মাধ্যমে ও,এম,এস কর্মসূচী, ইউনিয়ন ফেয়ার প্রাইস কর্মসূচী, ৪র্থ শ্রেণী কর্মচারী ফেয়ার প্রাইজ কর্মসূচীর আওতায় খোলাবাজারে চাউল/গম/ আটা বিক্রয়ের কার্যক্রম সম্পাদন করা হয়।

গ) ভিজিডি, ভিজিএফ, জিআর, টি আর, ই,আর, কাবিখা খাতে বরাদ্দ প্রাপ্ত খাদ্যশস্যের বিলি আদেশ (ডিও) জারি এবং খাদ্য শস্য উত্তোলনের কার্যাবলী সম্পাদন করা হয়।

ঘ) খুচরা ব্যবসায়ী এবং আটা চাক্কি ব্যবসায়ীগণের লাইসেন্স (ফুড গ্রেইন) প্রদান করা হয়। খুচরা ব্যবসায়ীদের লাইসেন্স ফি ১০০০/- টাকা, চাক্কি ব্যবসায়ীদের লাইসেন্সফি ৬০০/-টাকা।