Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লাইসেন্স সংক্রান্ত বিজ্ঞপ্তি
বিস্তারিত

বিজ্ঞপ্তি

এতদ্বারা পাবনা জেলার খাদ্যশস্য আমদানীকারক, পাইকারী ব্যবসায়ী ও আড়ৎদার, খুচরা ব্যবসায়ীগণের দৃষ্টি আকর্ষন পূর্বক জানানো যাচ্ছে যে, এসআরও নং ১12ও এসআরও নং ১13 আইন/২০1১ Control of Essential Commodities Act. 1956  (Act No 1 of 1956) এর Section 3 এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার খাদ্যশস্য ও খাদ্যসামগ্রী (Food Grain & Foodstuffs) ব্যবসার নতুন লাইসেন্স গ্রহণ, নবায়ন, ডুপ্লিকেট কপি ইস্যুর নির্দেশ প্রদানসহ উক্ত সকল শ্রেণীর ব্যবসায়ীদের নিয়ন্ত্রণাধীন খাদ্যশস্য ও খাদ্য সামগ্রীর মজুতের পরিমাণ ও মেয়াদ নির্ধারণ করেছেন। উক্ত এসআরও এর মাধ্যমে লাইসেন্স ব্যতীত কোন ব্যবসায়ী ০১ ( এক) মে.টন এর অধিক খাদ্যশস্য/খাদ্য সামগ্রী তার বা তাদের অধিকারে বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না মর্মে নির্দেশসহ নির্ধারিত ফরমে পাক্ষিক মজুত প্রতিবেদন দাখিলের নির্দেশনা জারী করা হয়েছে। এমতাবস্থায়, বর্ণিত শ্রেণীর পাইকারি ব্যবসায়ী, আড়ৎদার,খুচরা ব্যবসায়ীকে খাদ্য বিভাগ থেকে লাইসেন্স গ্রহণ করত: নির্ধারিত ফরমে পাক্ষিক প্রতিবেদন দাখিল করতে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।


  • এখানে উল্লেখ্য যে, বর্তমানে এ আইনের আওতায় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্ট অত্যাবশকীয় পণ্য আইন ১৯৫৬ এর ৬ (১) ও (২) ধারা মতে ৩ (তিন) বছরের জেল ও জরিমানাসহ মজুত পণ্য বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
  • সুতারাং এ শাস্তি ও ক্ষতি এড়াতে অবিলম্বে ১ (এক) মে.টন এর অধিক খাদ্যশস্য/পণ্য ব্যবসায়ীগণকে লাইসেন্স গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
14/02/2022
আর্কাইভ তারিখ
19/10/2022